শান্তিগঞ্জ (আমরা শান্তিগন্জী গ্ৰুপ) শিক্ষা সফর ২০২৫ বার্ষিক বনভোজন সম্পন্ন।
মোহাম্মদ সুলাইমান আহমদ কামরান শান্তিগজ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আমরা শান্তিগন্জী গ্ৰুপ বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ফেব্রুয়ারি) ব্যাপক আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এ বনভোজন অনুষ্ঠিত হয়।শুক্রবার সকাল থেকে বিছনাকান্দি সহ বিভিন্ন দর্শনীয় স্থানে গ্রুপের সদস্যরা আনন্দ উল্লাসে দিনটি উদযাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,
আমরা শান্তিগঞ্জ গ্ৰুপ এর এডমিন : মো: আফসার উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফখরুল ইসলাম ফাহিম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ সুলাইমান আহমদ কামরান , শান্তিগঞ্জ প্রেসক্লাবের সদস্য মো:তোফায়েল আহমেদ,(আমরা শান্তিগঞ্জ গ্রুপের সিনিয়র সদস্য: তোফায়েল আহমদ, নয়ন, শাহিনুর, আইবুর রহমান, মো: নুরুজ্জামান, মো: ইমরান, আশরাফ সর্দার, মনির হোসেন, রহমত আলি, শাহানুর, উবায়দা, আফরাজ,মুস্তাকিম, উবায়দুল, তারেক রহমান, প্রমুখ।