জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিখোঁজ
মোহাম্মদ সুলাইমান আহমদ কামরান, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবার জানায়, রাতের পর হঠাৎ তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বর্তমানে তদন্ত প্রক্রিয়া চলমান।
নিখোঁজের ঘটনায় পরিবার, এলাকাবাসী ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী প্রশাসনের কাছে দ্রুততম সময়ে মাওলানা মুশতাকের সন্ধান দাবির পাশাপাশি সম্ভাব্য চক্রান্ত বা অপহরণের বিষয়েও তদন্তের আহ্বান জানান।
তিনি বলেন, “এ ঘটনাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”
এ সময় তিনি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর সুস্থ ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।