জমিয়ত নেতা মাওলানা মোশতাক আহমদের সন্ধানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
মোহাম্মদ সুলাইমান আহমদ কামরান, শান্তিগঞ্জ প্রতিনিধি:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক সভাপতি ও বড়মোহা মাদ্রাসার মুহতামিম নিখোঁজ মাওলানা মোশতাক আহমদ গাজীনগরীর সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল 5 ঘটিকার সময় জমিয়ত, যুব জমিয়ত, ও ছাত্র জমিয়ত শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শান্তিগঞ্জ বাজারে যান চলাচল বন্ধ করে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী পালিত হয়। এতে সুনামগঞ্জ জেলা জমিয়ত সহ বিভিন্ন ইসলামি সংগঠনের নেতৃবৃন্দরা এই কর্মসূচীতে অংশগ্রহন করেন।
উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই এর সঞ্চালনায় ও শাখার সভাপতি মাওলানা ইলিয়াছ আহমদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ 3 আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, সুনামগঞ্জ জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনোয়ার ইসলাম, জেলা সেক্রেটারী ও সাবেক শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলনা তৈয়বুর রহমান চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সহ-সভাপতি মাওলানা মহসিন আহমদ,মাওলানা মুফতী মুফিজুর রহমান, মাওলানা মুফতি মোনাজির আহমদ, ক্বারী সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের যুগ্ন সম্পাদক মাওলনা আতিকুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাই আহমদ, সহ-সম্পাদক মাওলানা গুলজার আহমদ, মাওলনা জাহাঙ্গীর খাঁন, শান্তিগঞ্জ উপজেলা ইসলামী আন্দলনের সাবেক সভাপতি ক্বারী মুহিবুল হক আজাদ, সহ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন: যুব জমিয়ত শান্তিগঞ্জ উপজেলার সভাপতি গাজী আবুল কালাম, সেক্রেটারী মাওলানা আকমল হোসেন, ছাত্র জমিয়ত সভাপতি মাওলনা ছালিক বিন রফিক, সেক্রেটারী সাইদুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুর রাজ্জাক, সহ- জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ এলাকার সর্বস্তরের আলিম প্রিয় জনতা।
নেতৃবৃন্দরা বলেন, গত মঙ্গলবার আনুমানিক রাত ১১টায় মাওলানা মোশতাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জের দিরাই রাস্তায় মদনপুরে অবস্থানকালে কে বা কারা তাকে কিডনাপ করে নিয়ে যায়। এর পর থেকে উনার মোটো ফোনটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয় নি। খবর পেয়ে সাথে সাথে সুনামগঞ্জের পুলিশ সুপারসহ স্থানীয় থানায় একটি জিডি করা হলেও গত ৪০ ঘন্টায় নিখোঁজ সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি ও বড়মোহা মাদ্রাসার মুহতামিম মাওলানা মোশতাক আহমদকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উদ্ধার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ মোশতাক আহমদকে জীবিত অবস্থায় উদ্ধার করতে না পারলে বৃহত্তর কর্মসূচী প্রদানের হুশিয়ারী উচ্চারন করেন নেতৃবৃন্দরা।