
১২ দিনের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরল ১১ বছরের হাসান
মোহাম্মদ সুলাইমান আহমদ কামরান, শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি::
শনিবার, ১ নভেম্বর ২০২৫জ্বরজনিত অসুস্থতায় টানা ১২ দিন চিকিৎসা নেওয়ার পর অবশেষে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ বছর বয়সী শিশু হাসান। সে শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ এলাকার বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জ্বরের কারণে হাসানকে ভর্তি করা হয়েছিল প্রায় দুই সপ্তাহ আগে। চিকিৎসকদের নিয়মিত পর্যবেক্ষণ, সেবাকর্মীদের আন্তরিকতা ও পরিবারের ধৈর্যপূর্ণ সহযোগিতায় সে এখন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
চিকিৎসকরা বলেন, “হাসানের পরিবার যেভাবে ধৈর্য ধরে চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করেছে, তা প্রশংসনীয়। আমরা চাই অভিভাবকেরা সচেতন হোক—আস্থা রাখুক যার কারনে এমন রোগীর ক্ষেত্রে চিকিৎসকরা আরও সহানুভূতিশীল হতে পারেন।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিভাগে একটি সুশৃঙ্খল টিম গঠন করা হয়েছে, যেখানে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফরা শিশু রোগীদের সেবায় আন্তরিকভাবে কাজ করছেন।
শিশু বিশেষজ্ঞ ডাঃ সৈকত দাস জানান, আগে শিশু রোগীদের নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ অন্যান্য অসুস্থতাজনিত চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা হাসপাতাল বা সিলেটে যেতে হতো। এখন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই এসব চিকিৎসার অনেকটাই দেওয়া হচ্ছে।
তারা আরও বলেন, “আমরা চাই শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু চিকিৎসা আরও উন্নত ও সহজতর হোক। হাসপাতালে আস্থা রাখলে অভিভাবকদের চিকিৎসা পাওয়া আরও সহজ হবে। ##