
শান্তিগঞ্জের তেরহালে শাহীনুর পাশার নির্বাচনী উঠান বৈঠক
মোহাম্মদ সুলাইমান আহমদ কামরান ,শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের রিক্সা প্রতিকের প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর এডভোকেট’র নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে নোয়াখালী বাজার আঞ্চলিক শাখার আয়োজনে তেরহাল সরকারী প্রাথমিক বিদ্যয়ের উঠানে মজলিস নেতা হাফিজ মাওলানা নজমুল হকের সভাপতিত্বে, নোয়াখালী আঞ্চলিক শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল্লাহ মাহমুদ সুনামগঞ্জী ও মাওলানা রাকিব আল মাহমুদ এর যৌথ পরিচালনায় নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও রিক্সা প্রতিকের প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ, উপজেলা সহ সাধারণ সম্পাদক মো. কবির আহমদ, ইশা আন্দোলনের নেতা মাওলানা মনিরুল ইসলাম, মজিলিস নেতা মাওলানা মিয়া হাসান তালুকদার, হাফিজ মাওলানা জুনাইদ কবির সহ প্রমূখ। সংসদ সদস্য প্রার্থী উঠান বৈঠকে উপস্থিত সকলের কাছে অতীতের দূ:খ দূর্দশার কথা তুলে ধরেন, তিনি নির্বাচনী কাজে সকলের সহযোগিতা কামনা করেন।