
নির্বাচিত হলে স্বাস্থ্য ও যোগাযোগসহ যুগোযোগী পদক্ষেপ নেব- ব্যারিষ্টার আনোয়ার
মোহাম্মদ সুলাইমান আহমদ কামরান , শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেন বলেছেন, নির্বাচিত হলে দুই উপজেলার স্বাস্থ্যখাত নিয়ে কাজ করবো। সরকারিভাবে না হলেও ব্যক্তি উদ্যোগে বা আমার ওয়েল উইশারদের সহযোগিতায় দুটি এ্যাম্বুলেন্স চালু করবো। যোগাযোগের ক্ষেত্রে প্রতিটি গ্রাম ও ইউনিয়নকে উপজেলা সদরের সাথে সংযোগ স্থাপন করবো। এ ছাড়াও কিছু যুগোপোযোগী পদক্ষেপের সম্মিলনে আমরা আমাদের ইশতেহার প্রস্তুত করেছি। পরবর্তীতে গণমাধ্যমের মাধ্যমে আমরা তা জানিয়ে দেবো। আমি আশাবাদী, শান্তিগঞ্জ-জগন্নাথপুরে শান্তির নির্বাচন উপহার দিতে পারবো এবং আমি জয় লাভ করবো।
রোববার দুপুর ১টায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের কাছে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপ কালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নির্বাচনের ইচ্ছা পোষণ করার পর থেকেই আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ আমাকে বেশ সাড়া দিচ্ছেন এবং আমি আশা করি তাদের এই সমর্থন অব্যাহত থাকবে। আজ অত্যান্ত খুশি যে, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর প্রাথমিক যে ধাপ সেই ধাপ আমি গ্রহণ করেছি। পরবর্তীতে যে ধাপগুলো আছে আস্তে আস্তে সেগুলো পূরণ করবো। আমি আমার এলাকার মানুষের কাছে দোয়া চাই, সাহায্য চাই আর অবশ্যই ভোটও চাই।
মনোনয়ন ফরম গ্রহণকালে নির্বাচনের বিভিন্ন আচরণ বিধি মানা ও গণভোটে সাধারণ মানুষকে উৎসোহিত করতে প্রচারণার আহ্বান করেছেন ইউএনও শাহজাহান।
মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় সমর্থনকারী রেজু মিয়া ও প্রস্তাববাকারী মো. রমজান আলী ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি তারিফ মিয়া, আবদুস সোবহান, আবদুল মন্নান ধনু, সুজন মিয়া, ছৈদ আহমদ, ছলিব নূর বাচ্চু, ফরিদুর রহমান ফরিদ, জিয়াউর রহমান জিয়া, ফারুক আহমদ, হাজি আবদুস সোবহান, ময়না মিয়া, আবদুল লতিফ, আরজু মিয়া, শেরে আলম শিশু ও মুফাচ্ছির আহমদ রিয়াদসহ শতাধিক মানুষ।