1. online@shantiganjnews24.com : শান্তিগন্জ খবর ২৪ : শান্তিগন্জ খবর ২৪ সিলেট
  2. news@shantiganjnews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শান্তিগঞ্জে হাওরে বেড়ি বাঁধ নির্মাণ ও সংস্কার কাজে উদ্বোধনেই সীমাবদ্ধ : নির্ধারিত সময়ের ২০ দিন  পেরিয়ে গেলেও শুরু হয়নি বাঁধের কাজ | শান্তিগঞ্জ খবর ২৪
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Title :
সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাইফুল শান্তিগঞ্জে হাওরে বেড়ি বাঁধ নির্মাণ ও সংস্কার কাজে উদ্বোধনেই সীমাবদ্ধ : নির্ধারিত সময়ের ২০ দিন  পেরিয়ে গেলেও শুরু হয়নি বাঁধের কাজ শান্তিগঞ্জে হত্যা মামলার আসামী থাকায় ৩ বছর ধরে অনাবাদি ২০ একর জমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শোক নির্বাচিত হলে স্বাস্থ্য ও যোগাযোগসহ যুগোযোগী পদক্ষেপ নেব- ব্যারিষ্টার আনোয়ার আনন্দঘন পরিবেশে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত আনন্দঘন পরিবেশে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী কয়ছর এম আহমেদ। সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন শান্তিগঞ্জের ‘নয়া’ ওসি পাগলায় হাজিপাড়া ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল সম্পন্ন  

শান্তিগঞ্জে হাওরে বেড়ি বাঁধ নির্মাণ ও সংস্কার কাজে উদ্বোধনেই সীমাবদ্ধ : নির্ধারিত সময়ের ২০ দিন  পেরিয়ে গেলেও শুরু হয়নি বাঁধের কাজ

মোহাম্মদ সুলাইমান আহমদ কামরান , শান্তিগঞ্জ প্রতিনিধি ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৫৬ বার

শান্তিগঞ্জে হাওরে বেড়ি বাঁধ নির্মাণ ও সংস্কার কাজে উদ্বোধনেই সীমাবদ্ধ : নির্ধারিত সময়ের ২০ দিন  পেরিয়ে গেলেও শুরু হয়নি বাঁধের কাজ

মোহাম্মদ সুলাইমান আহমদ কামরান , শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধনেই সীমাবদ্ধ রয়েছে। সরকার নির্ধারিত সময়ের ২০ দিন পেরিয়ে গেলেও শুরু হয়নি বেড়ি বাঁধের কাজ। প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ না করা ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)কে কাজের কার্যাদেশ প্রদান না করায় পিআইসি কমিটির লোকজন কাজ শুরু করতে পারছেন না বলে দাবি করছেন অনেকেই। এদিকে নিয়ম রক্ষার উদ্বোধনের ২০ দিন পেরিয়ে গেলেও হাওরে ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ, সংস্কার কাজ শুরু না হওয়ায় প্রতিবছর একই ধরনের দেরির পুনরাবৃত্তিতে ক্ষুব্ধ ও উৎকণ্ঠিত হয়ে পড়েছেন কৃষকেরা।

স্থানীয় কৃষক, পাউবো ও এলাকাবাসী সূত্র জানায়, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উাপজেলায় হাওরের ফসল রক্ষায় নিয়ম অনুযায়ী ১৫ই ডিসেম্বর কাজ শুরু করে ২৮শে ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা। যার প্রেক্ষিতে গত ১৫ই ডিসেম্বর শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের সদরপুর ব্রীজের কাড়া বন্ধ করণ প্রকল্পের বেড়ি বাঁধের কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান। নিয়ম রক্ষার উদ্বোধনে ঐপ্রকল্পের কাজ শুরু হলেও দেখার হাওর, খাই হাওর, কাঁচি ভাঙ্গা হাওর, জামখলার হাওরের কোথাও প্রকল্পে কোনো কাজ শুরু হয়নি।

চলতি বছর শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর, খাই হাওর, জামখলা, সাংহাই হাওর, কাঁচি ভাঙ্গা হাওর ও কাউয়াজুরী হাওড়ে মোট ৬৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ১২.২ কোটি টাকা ব্যয়ে ৪৬.৭৫৫ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ, সংস্কার কাজ করার কথা। ৬৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) নির্বাচিত করা হলেও পূণাঙ্গ কমিটির নাম প্রকাশ করতে পারেনি পাউবো ও উপজেলা প্রশাসন। পাশপাশি এখন পর্যন্ত কোন প্রকল্প বাস্তবায়ন কমিটি(পিআইসি) কে বেড়ি বাঁধ নির্মাণ ও সংস্কার কাজের কার্যাদেশ প্রদান না করায় পিআইসির লোকজন কাজ শুরু করতে পারছেন না বলে জানিয়েছেন তারা।

১৫ ডিসেম্বর উদ্বোধন হওয়া প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি রায়হান আহমদ জানান, পানি উন্নয়ন বোর্ডের তদারকী ও দেখানো মতে আমার বাঁধের প্রায় ৬০ ভাগ কাজ সম্পন্ন করেছি। তবে এখন পর্যন্ত প্রকল্পের কার্যাদেশ দেয়া হয়নি। কার্যাদেশ পাওয়ার পর দ্রুত সময়ে কাজ সম্পন্ন করে দেবো।

হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু সাইদ বলেন, ফসল রক্ষা বাঁধের কাজ নিয়ে আমরা সংকীত। ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে গাফিলতি দুঃখজনক। চলতি বছর শান্তিগঞ্জের ৬৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটির পূর্নাঙ্গ তালিকা এখনো চুড়ান্ত ভাবে প্রকাশ করতে পারেনি পাউবো ও উপজেলা কমিটি। কাজ শুরুর ২০ দিনেও কার্যাদেশ দিতে না পারার ব্যর্থতা ও দায়ভার পাউবো ও উপজেলা কমিটিকে নিতে হবে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান মোহান জানান, ফসল রক্ষা বাঁধের কাজ বাস্তবায়নে ৬৭টি কমিটির মধ্যে ৭ টি কমিটি এখনো চুড়ান্ত হয়নি। কাজের কার্যাদেশের প্রদানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কোন পিআইসিকে এখনো চুড়ান্ত কার্যাদেশ দেওয়া হয় নাই। ২/৩ দিনের মধ্যে কার্যাদেশ বুঝিয়ে দেয়া হবে। তবে তিনি দাবী করেন ৫০ টির মতো বাঁধে কাজ শুরু হয়ে গেছে। ##

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!