
সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাইফুল
শান্তিগঞ্জ প্রতিনিধি:: ইতালিতে বসবাসরত প্রবাসী জাতীয়তাবাদী দলের কর্মীদের সমন্বয়র ‘সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালি’র ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির প্রধান উপদেষ্টা ফজলুর রহমান সাক্ষরিত চিঠিতে কমিটিতে আরমান উদ্দিন স্বপনকে সভাপতি, মুসলিম মিয়াকে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলাম আশরাফকে যুগ্ম সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
ইতালি প্রবাসী সাইফুল ইসলাম আশরাফ বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে উজ্জীবিত হয়ে পূর্বে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে জাতীয়তাবাদি দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হন।
তিনি শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর এর বাসিন্দা। দেশ এবং বিদেশে রাজনৈতিক ও সামাজিক সক্রিয় রয়েছেন তিনি।
সাইফুল ইসলাম আশরাফকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করায় কমিটির প্রধান উপদেষ্টা, সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।